Khoborerchokh logo

জিএমপি‘র টঙ্গী পশ্চিম থানা পুলিশ দুই হাজার পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে । 311 0

Khoborerchokh logo

ছবি,পাভেল মিয়া,মাদক ব্যবসায়ী


শেখ রাজীব হাসান
মাদক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশনায় মেট্রোপলিটন এলাকায় মাদক নির্মুল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় এসআই আবুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জিএমপি‘র টঙ্গী পশ্চিম থানাধীন এশিয়া পেট্রোল পাম্পের সামনে মাদক কেনাবেচা করা হচ্ছে। এসময় জিএমপির টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ এমদাদুল হকের নির্দেশে এসআই আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড় দিয়ে পালানোর চেষ্টা কালে মোঃ পাভেল মিয়া (৩০), পিতাঃ সাইদ আলী, সাং- বাঘাই কান্দি, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। 
এসময় আসামী পাভেল মিয়া (৩০) এর দেহ তল্লাশী করে তার কাছ থেকে কসটেপ দিয়ে মোড়ানো সাদা পলিথিন জিপারে রক্ষীত ১০ টি প্যাকেটে ২০০ পিচ করে মোট ২,০০০ (দুই হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার বাজার মূল্য ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং তাকে আদালতে প্রেরণ করা হয়। 
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com